Chandrabindoo Sydney Concert 31st Aug - VVIP
Sydney
$80.00
Sold
Sydney Show Details:
Date: 31st August Saturday
Location: C3 108 Silverwater Rd, Silverwater NSW 2128
Gate open: 6.00 PM, show starts at 7.00 PM
Local Contact: Taneem – 0406 063 058 , Prosenjit – 0423 308 119 , Basab - 0435 215 509 Saikat – 0431 248 876
নব্বই দশকে একদিকে যেমন সুমন আমাদের মোহিত করে দিলেন, অন্যদিকে আমাদের সমসময়ের নস্টালজিয়া ও রাজনীতি নিয়ে গান লিখলেন চন্দ্রবিন্দু। তাদের শ্লেষ এবং ব্যঙ্গে গভীরতম রাজনীতিই ফুটে উঠল। কিন্তু তা বিনোদনের মোড়কে। এখানেই চন্দ্রবিন্দুর সঙ্গে অন্যান্যদের পার্থক্য। অন্যান্যদের ক্ষেত্রে সিরিয়াস কথাটি থাকে তাদের গানের মোড়কে অথচ ভিতরে ফাঁপা বিনোদন। চন্দ্রবিন্দুর ক্ষেত্রে সিরিয়াস কথাটিই শাঁস। বাইরের মোড়ক বিনোদনের। আমাদের এই মধ্যবিত্ত অস্তিত্বের সবকিছুকে মানিয়ে চলার মধ্যে যে অসঙ্গতিগুলি আছে, সেগুলি যে আসলে খুবই হাস্যকর এবং গভীর ভাবে রাজনৈতিক, তা বাংলা গানে চন্দ্রবিন্দুই আমাদের, যাকে বলে ঘাড় ধরে, দেখিয়ে দেয়। চন্দ্রবিন্দুর প্রেমের গানগুলিকেও তাই গভীরভাবে রাজনৈতিক গানও বলা যায়। হয়ত এই ব্যঙ্গ, শ্লেষের দুনিয়ায় তা আমাদের কোনো নির্দেশ দেয় না, কিন্তু নিজেদের নিয়ে হাসতে, কাঁদতে, বাধ্য করে। রাগ হয়। কষ্ট হয়। এবং যে ক্যাথারসিসটি ঘটে, তা আমাদেরই নিজস্বী বা সেলফি। এটাই করেছে চন্দ্রবিন্দু। কিন্তু এটা আর কেউ করেনি।
তো এই চন্দ্রবিন্দুর বিগব্যাং ঘটতে চলেছে এবার অস্ট্রেলিয়ায়। এই মহাদেশেই প্রথমবারের জন্য। আর সেটা ঘটাতে চলেছে বেঙ্গলি সিনে ক্লাব।